ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ বোতল ফেনসিডিলসহ সিলেটের ৫ জন আটক

post-title

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ বোতল ফেনসিডিলসহ সিলেটের পাঁচজনকে আটক করেছে র‌্যাব। গত ১৪ আগস্ট রাত ১০টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিশ্বরোড এলাকার মায়ের দোয়া খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ এর সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট থেকে একটি নীল ও হলুদ রঙের বড় ট্রাকে করে মাদক ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

চেকপোস্টে ট্রাকটি থামানোর চেষ্টা করলে ভেতরে থাকা ছয়জন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়। পরে ট্রাকের ভেতর থেকে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সিলেট জেলার কানাইঘাট থানার নয়াখোলা গ্রামের আব্দুল হকের ছেলে ও ট্রাক চালক মো. খায়রুল ইসলাম, গোলাপগঞ্জ থানার দারাবড় গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল হাসান পান্না, কোম্পানীগঞ্জ থানার শিমুলতলা নোয়াগাঁও গ্রামের আকবর আলীর ছেলে মো. মকলিছুর রহমান, একই থানার তেলিখাল গ্রামের মৃত আসমান আলীর ছেলে মো. সুহেব হোসেন এবং ভোলাগঞ্জ কালাসাদক গ্রামের মোতালেব মিয়ার ছেলে মো. হায়দার আলী।

এসএ/সিলেট