৩১ দফার অঙ্গীকারে ছাতক...
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে ছাতক উপজেলায় সৃষ্টি হয়েছে জনস্রোত। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট থেকে পাটলাই নদীতে পড়ে গিয়ে মাসুম (৫ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত মাসুম সিলেট নগরীর শেখঘাট নবাব রোড এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ২০ জনের একটি টিম নিয়ে হাউসবোট লালনতরী ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে মাসুম ও আরেক শিশু জানালার পাশে খেলছিল। হঠাৎ চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে সিলেটের শেখঘাট এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে আসেন নিহত শিশু মাসুম মিয়া।
দুপুরে তাহিরপুর
গ্রামসংলগ্ন পাটলাই নদীতে পর্যটকবাহী লালনতরী নামের একটি হাউজবোট থেকে
পরিবারের অগোচরে হঠাৎ পানিতে পড়ে শিশু মাসুম নিখোঁজ হয়ে যায়।
পরিবারের লোকজন ও অন্যান্য পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরির দল এসে উদ্ধার অভিযান চালালে বিকাল ৫ তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এসএ/সিলেট