‌‌দক্ষিন সুরমায় আবাসিক হোটেলে অনৈতিক কাজ, আটক যুবক-যুবতি

post-title

ছবি সংগৃহিত

সিলেটের দক্ষিণ সুরমা  আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক-যুবতিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মহানগর পুলিশ জানায়, বুধাবর দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার কদমতলীর আবাসিক হোটেল ঢাকা প্যালেস থেকে ওই যুবক যুবতিকে আটক করা হয। আটক দুজন- সুমন্ত পাল ও রাজিয়া বেগম।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর মামলা (নং ১৫১/ ১৪/০৮/২৫) দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

এসএ/সিলেট