নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুত থাকুন: ফয়সল চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন। দেশের মানুষ তিন তিনটি নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। এখন তারা ভোট দিতে উন্মুখ।

আর তাই বিএনপি নেতাকর্মীদের জনগনের কাছে যেতে হবে। বেগম জিয়া ও তারেক রহমানের সালাম তাদের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি ৩১ দফার প্রতিটি দফা বুঝাতে হবে। বিএনপি জনগনের দল- একথা সবাইকে মনে রাখতে হবে।

তিনি বৃহস্পতিবার বিয়ানীবাজারের ৮নং তিলপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সভায় এসব কথা বলেন।

৮নং তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবাদুল হকের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় ফয়সল চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই হবে আগামীর বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। তিনি তিলপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন. এই এলাকায় বিএনপির অবস্থান বরাবরই শক্তিশালী। স্থানীয় নেতাকর্মীদের নীতি ও আদর্শের কারণে জনগনের কাছে তাদের গ্রহনযোগ্যতা প্রশংসনীয়। এ ধরনের সুন্দর ও পরিচ্ছন্ন ইমেজের নেতাকর্মী বিএনপির সম্পদ। ইনশাল্লাহ আগামীতে আমরা সফল হবো।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইসলাম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল উদ্দিন ইউপি সদস্য, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম বলাই, সাধারণ সম্পাদক মস্তফা উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুল হক সাধারণ সম্পাদক এমএ কাসেম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জলাল উদ্দিন, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম দুলু মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান ও সহ সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ৭নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আতিক উদ্দিন, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মারুপ উদ্দিন প্রমুখ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এসএ/সিলেট