সাংবাদিক মরহুম মহিউদ্দিন শীরু’র ৬৯ তম জন্মবার্ষিকী শুক্রবার

post-title

ছবি সংগৃহীত

বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরের প্রজোযক, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক গ্রাম সুরমা ও দৈনিক সুদিন পত্রিকার সম্পাদক, বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম কবি মহিউদ্দিন শীরুর ৬৯ তম জন্মবার্ষিকী (২৫ জুলাই) শুক্রবার।

মরহুমের স্মৃতি রক্ষার্থে গঠিত মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় খতমে কোরআন, এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

শুক্রবার বাদ আছর হযরত শাহজালাল (রাহ) মাজার প্রাঙ্গণে খতমে কুরআন ও মিলাদ মাহফিল শেষে দরগাহস্থ মরহুমের কবর জিয়ারত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

মরহুমের সহকর্মী, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থী আত্মীয় স্বজন সকল স্তরের সাংবাদিক ভাই বোনদের অনুষ্ঠিতনে থাকার জন্য স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন মহিউদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহিউদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল।

এসএ/সিলেট