বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের দোয়া মহাফিল

post-title

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ মাগরিব হযরত শাহজালাল মাজার মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মহাফিলের আয়োজন করা হয়।   

দোয়া মহাফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সহ সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, ছাদ মিয়া, নুরুল ইসলাম সুমন, সহ সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, শামীম আহমদ, কোষাধ্যক্ষ মো. কয়ছর আলী, সহ কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম কবির, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, দপ্তর সম্পাদক আলা উদ্দীন, সহ দপ্তর সম্পাদক মো. আফরোজ আলী, কার্যকরি পরিষদের সদস্য মো. আব্দুল্লাহ, মজলুর রহমান, কাজী মাসুদ, ফজল আহমদ, আব্দুর রহিম, কাজী এমরান হোসেন বাবুল, সদস্য সোয়েব আহমদ, সম্পাদক মন্ডলীর সদস্য আশফাক আহমদ প্রমুখ।

দোয়া মাহফিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজুল হক বনপুরী। এসময় উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

দোয়া মহফিল শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বিমান বিধ্বস্তে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের হাসিমাখা মুখগুলো আমাদের হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে যে ক্ষতি হয়েছে সেটা শুধুমাত্র তাদের পরিবার নয়, আমাদের গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সবসময় দেশের যেকোন দূর্যোগে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে।

এসএ/সিলেট