নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জনতা

post-title

ছবি সংগৃহীত

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।  নগরীর আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকয়ে মারধর করে পুলিশে সৌপর্দ করা হয়।

বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাপ্লাই রোডের কলবাখানি এলাকার গোলাম গফুর মিয়ার ছেলে আব্দুল আহাদ।

জানা যায়, সোমবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায় স্থানীয় লোকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আব্দুল আহাদকে সাপ্লাই রোড এলাকায় মারধর করে সিলেটের এয়ারপোর্ট থানায় সৌপর্দ করে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘সোমবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আব্দুল আহাদ নামের এক নেতাকে পুলিশের হাতে সৌপর্দ করে স্থানীয় জনতা।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে কিছুটা সুস্থ হলে আমরা তাকে আদালতে প্রেরণ করবো।’

এসএ/সিলেট