মহানগর কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন

post-title

ছবি সংগৃহিত

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গাছ শুধু রোপন করলে হবে না, পরিচর্চা করতে হবে। গাছ মানুষের জীবনে অপরিহার্য। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও পরিবেশের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বিএনপির নেতাকর্মীরা বৃক্ষ প্রেমিক। সারা বছর জোড়েই বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন। কৃষকদলের নেতাকর্মীদের লক্ষ্য রাখতে হবে এবং গাছের চারা রোপন করার পর সেই চারাটি বেড়ে উঠার জন্য পরিচর্যা করতে হবে। তাহলেই বৃক্ষরোপন কর্মসূচী সফল হবে।

তিনি রবিবার (২০ জুলাই) নগরীর ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর কৃষকদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন।

তিনি বলেন, আমরা গাছ থেকে অক্সিজেন ও কার্বনডাইঅক্সাইড পেয়ে থাকি। তিনি বলেন, শুধু প্রকৃতির শোভা বর্ধনেই নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছের সঙ্গে জীবশ্রেণির সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রাণীর অস্তিত্ব বজায় রাখতে গাছ মুখ্য ভূমিকা পালন করে।

এসএ/সিলেট