সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের...
সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন 'সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)' এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৮টায় সিলেট...
ছবি সংগৃহীত
সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন 'সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব (সিউজা)' এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৮টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইমজা হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় ছিল কেক কাটা, আলোচনা সভা ও প্রেরণা সম্মাননা প্রদান। এবার সিউজা প্রেরণা সম্মাননা দেওয়া হয় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলামের বাবা মইনুল ইসলাম চৌধুরী ও মা মিনারা খানম চৌধুরীকে। তারা দুজনই বেঁচে নেই। তাই তাদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও তার সহধর্মীনি সেলিনা আখতার।
অনুষ্টানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, নারী সাংবাদিকদের জন্য একটি সংগঠন অবশ্যই প্রয়োজনীয়। এই সংগঠনের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালবাসা রইলো। এই সংগঠনটিকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সিলেটের নারীদের সাংবাদিকতায় আরও সম্পৃক্ত কিভাবে করা যায় সে ব্যাপারে আমি তাদের সাথে থাকবো। এই সংগঠন সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাবের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।
সিউজা সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি নামজুল কবির পাবেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমেদ মিঠু, সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক মামুন হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক অলিউর রহমান খান, সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট শাখার সাবেক সভাপতি শেখ নাসির, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট শাখার সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক এইচ এম শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এহিয়া চৌধুরী, বাংলা টিভির ক্যামেরা পারসন এসআলম আলমগীর, সিলেট ভয়েসের সম্পাদক দ্বোহা চৌধুরী, এখন টিভির সিলেট প্রতিনিধি সন্ধিপন শুভ, সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া চিফ লতিফুর রহমান উজ্জ্বল, সিউজা সাংগঠনিক সম্পাদক হেনা মমো, কোষাধ্যক্ষ বুশরা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বীথি, কার্যনির্বাহী সদস্য সিনিয়র ফটো সাংবাদিক রত্না আহমদ তামান্না, আন্নামা চৌধুরী প্রমুখ।
এসএ/সিলেট