বিপিএমসিএ’র সাংগঠনিক সম্পাদক হলেন অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রাইভেট  মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসিএ এর নির্বাচনে ২০২৫-২০২৭ সেশনের কমিটিতে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগ ) নির্বাচিত হয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের  অধ্যক্ষ ও নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। 

গত বুধবার রাতে নির্বাচনী বোর্ডের সদস্য ডাক্তার মোস্তফা কামাল, অধ্যাপক ডাক্তার মোস্তাফিজুর রহমান ও ডাক্তার মোঃ মঈনুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়। কমিটিতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক্তার শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এদিকে অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী বিপিএমসিএ এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের  সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের সকল পরিচালক ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি


এসএ/সিলেট