শহীদ জিয়া ও তারেক...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও...
ছবি সংগৃহীত
নগরীর সুবিদবাজার লন্ডনী রোডের বাসিন্দা শামছ উদ্দীনের ছোট ছেলে কিছু সংখ্যক কিশোরের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ১৪ জুলাই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে গোল্ডেন টাওয়ারস্থ তার নিজ অফিসে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ভিকটিমের পরিবার, অভিযুক্ত কিশোরদের অভিভাবকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং আলোচনায় উঠে আসে যে, একটি চক্রের সক্রিয় ইন্ধনেই ভিকটিমের উপর এই নির্যাতন চালানো হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্যাতিত শিশুটিকে দেখতে তার লন্ডনী রোডস্থ বাসভবনে যান। এসময় তিনি শিশুটির শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, এই ধরনের কর্মকাণ্ড সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। শিশু ও কিশোরদের সঠিক পথে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কী করছে – এসব বিষয়ে খোঁজ খবর রাখাই আপনার মূল দায়িত্ব।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের অভিভাবক এবং তাদের পরিবারের খোঁজ-খবর নিয়ে আমাকে অবহিত করুন। আমরা সবাই মিলে এই সমস্যা সমাধান ও সমাজ থেকে কিশোর অপরাধ নির্মূলে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন ৩ নং
ওয়ার্ডে বিএনপির সভাপতি গেদা মিয়া, সাধারন সম্পাদক রাজিব কুমার দে রাজু,
মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শামিম রেজা, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক
সাহেল রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক সৈয়দ আলী রেজা
সাচ্চু, মহানগর কৃষকদল নেতা কামাল আহমদ, আনোয়ার হোসেনসহ বিএনপির মহানগরের
নেতৃবৃন্দ।
এসএ/সিলেট