নগরী থেকে স্বেচ্ছাসেবকলীগ ও আ.লীগের ৩ জন গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

মহানগরীর তালতলা থেকে স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর তালতলা থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করা হয়। আটকের সময় ওই তিনজন তালতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে মাদক সেবনরত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।


আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালী থানার যুগেন্দ্র কুমার নাথের ছেলে সিতীশ চন্দ্র নাথ, মির্জাজাঙ্গালের মৃত ইন্দ্র কুমারের ছেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সুমন কুমার এবং জালালাবাদ আবাসিক এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. আবুল হোসেন।

এসএ/সিলেট