৪৩ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা...
যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর নানা মাত্রায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...
উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। রাজধানী খার্তুমের উপকণ্ঠে মঙ্গলবার রাতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। প্রথমদিকে ১৯ জন নিহত হওয়ার খবর দেওয়া হলেও পরবর্তীতে দেশটির সরকার জানায়, দুর্ঘটনায় মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ সেন্ট্রাল এর রিপোর্টে বলা হয়েছে, ওয়াদি-সেদনা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। এ সময় এতে সেনা ও বেসামরিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরি ত্রুটি চিহ্নিত করা হয়েছে।
বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে, তা ছিল একটি আবাসিক এলাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি উড্ডয়নকালে অচল হয়ে পড়েছিল এবং তা একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে। এতে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। তবে, নিহতদের মধ্যে আবাসিক এলাকায় বসবাসকারী কেউ ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের সংখ্যা চূড়ান্তভাবে ৪৬ জনে পৌঁছেছে, এবং আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এক ভয়াবহ শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে এসে দেখতে পান যে বিমানটি বাড়ির উপর আছড়ে পড়ে এবং তার পরে একটি বড় আগুনের গোলক সৃষ্টি হয়। দুর্ঘটনার ফলে আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।
এদিকে, সুদানে চলমান সামরিক সংঘাতের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএসএফ) একে অপরের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, যার কারণে সাধারণ জনগণের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এর আগে, আরএসএফ একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল, এবং এখন সামরিক পরিবহন বিমানটির বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটলো।
সিলেট বাণী ডেস্ক