হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান চা-বাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পলাশ মিয়া লালচান চা বাগান এলাকার...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে জামিনের ভুয়া নথি দেখিয়ে কারাগার থেকে বের হয়ে যাওয়া মাদক মামলার চার আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে ফের কারাগারে পাঠানো হয়েছে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান।
গ্রেপ্তাররা হলেন- শান্তিগঞ্জ থানার পাগলা পশ্চিমপাড়া গ্রামের আজাদ মিয়া ও একই থানার সোয়েব মিয়া।
পলাতক অন্য দুই আসামিরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলগঞ্জ গ্রামের রুয়েল মিয়া ও একই উপজেলার আলী হোসেন।
জানা যায়, গত ৬ জানুয়ারি জেলার মাধবপুর উপজেলায় ৩৫ কেজি গাঁজাসহ র্যাবের হাতে ধরা পড়েন চার মাদক কারবারি। পরে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই চারজনের আইনজীবী ফয়সল আদালতে বেশ কয়েকবার তাদের জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন দেয়নি।
সবশেষ গত ২৬ জানুয়ারিও তাদের পক্ষে জামিন আবেদন করা হলে তাও নাকচ হয়। ৩০ জানুয়ারি আদালতে গিয়ে আইনজীবী ফয়সল জানতে পারেন, আসামিরা ভুয়া জামিননামা তৈরি করে সাধারণ নিবন্ধন কর্মকর্তার অফিসের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। পরে কারাগার থেকে তারা বের হয়ে পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক এ ঘটনায় সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহযোগী হোসাইন মো. আরিফকে আটক করা হয়। তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন।
ওসি আলমগীর কবির বলেন, গত ৩১ জানুয়ারি আমল আদালত-৬ এর সাধারণ নিবন্ধন কর্মকর্তার এএসআই মো. মীর কাশেম বাদী হয়ে আরিফকে প্রধান করে আরও ছয়জনের নাম উল্লেখ সদর থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় পলাতক আরও দুই আসামিসহ জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসএ/সিলেট