হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান চা-বাগান এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পলাশ মিয়া লালচান চা বাগান এলাকার...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে মাদক ব্যবসা চালানোর অভিযোগে মাদকসহ ৪ কারবারিকে আটক করা হয়েছে। বুধবার ভোর রাতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির শহরতলীর ধুলিয়াখাল বিসিক শিল্পনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাক গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আশিক মিয়া, হবিগঞ্জ শহরের নাতিরপুর এলাকার মৃত সুরুজ আলীর ছেলে শাহজাহান, বহুলা গ্রামের শহিদ মোড়ল এর ছেলে আব্দুল হান্নান মোড়ল এবং বহুলা গ্রামের মো. হৃদয় মিয়া।
হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) নন্দন কান্তি ধর জানান, বিসিক শিল্প নগরী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ডিবি জ্যাকেট, ১টি নম্বরবিহীন মোটরসাইকেল ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি বলেন- আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং ডিবি পুলিশ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দেয়ার পর তাদেরকে সদর থানায় সোপর্দ করা হবে।
এসএ/সিলেট