নগরীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৪

post-title

ছবি সংগৃহীত

সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরীর এয়ারপোর্ট থানার নূরানী-৫২ বনকলাপাড়ার বাসিন্দা ইমাদ উদ্দিন আহমেদ, একই থানার বাদামবাগিচা এলাকার মুজিবুর রহমান সনি, শাহপরাণ থানার মিরাপাড়া এলাকার মাহমুদ আলী ও ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের রিপন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও এয়ারপোর্ট থানাপুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককালে তাদের কাছ থেকে ১টি লোহার বাট যুক্ত রামদা, ৫টি ছোরা (ছুরি), ২টি কাটি, একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার,খালি মদের বোতল ও মদ পানের গ্লাস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল মিডিয়া। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব অস্ত্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে সংরক্ষণ করেছিল।

পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করলে বিচারকের নির্দেশে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

এসএ/সিলেট