সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি তারেক কালাম আর নেই

post-title

ছবি সংগৃহীত

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম।

জানা গেছে, সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হন। সিলেটে চিকিৎসাধীন থাকাকালীন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। তার বাড়ি সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায়। এদিকে বিএনপির এই নেতার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

এসএ/সিলেট