সাহেবের বাজারে আগুনে পুড়ে ৩টি দোকান ছাই

post-title

ছবি সংগৃহীত

সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাত এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সূত্রপাত স্পষ্ট জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, চামেলী ষ্টোর, শিফা টেইলার্স ও অপরটি চামেলী ষ্টোরের গুদাম রয়েছে। চামেলী ষ্টোর ও গুদামের মালিক সাহেবের বাজার এলাকার বড়বন গ্রামের সামছুল আবেদীন ও শিফা টেইলার্সের মালিক হেম্বল নামে পরিচিত।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাহেবের বাজারের একাধিক ব্যবসায়ীরা। আগুন লাগার বিষয়টি প্রথমে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা রাত ১টা ৩৬ মিনিটের সময় ঘটনাস্থলে এসে পৌছায়। তবে সড়কে ঘন কুয়াশা থাকার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছাতে কিছু সময় বিলম্ব হয়।

জানা যায়, বিগত ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর প্রায় ১৬ মাস আগে এই দোকানগুলোতে একই ভাবে আগুন লাগে, সেই সময়ে একই ভাবে চামেলী ষ্টোর, শিফা টেইলার্সসহ মোট ৪টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।

আগুন লাগার খবর পেয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আরব আলী জানান, রাত ১২টা ৫৫ মিনিটের সময় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে এলাকার স্থানীয় ও ব্যবসায়ীরা মিলে আগুন নিভানোর চেষ্টা করেন। তারা আগুন যাতে অন্য দোকানে না যেতে পারে সেই জন্য তারা নিরলস পরিশ্রম করে অন্য ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করেছেন। এ জন্য তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।

এসএ/সিলেট