কুরআনের সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা...
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআনের সঠিক ও সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরতে হবে। দিকভ্রান্ত জাতিকে...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি হয়েছে পরিবহন শ্রমিকদের। বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে সিলেটের পরিবহন ও ট্রান্সপোর্ট নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনের পর সভাপতি পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তা নিষ্পত্তির লক্ষ্যে পুলিশ কমিশনারের নেতৃত্বে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পুলিশ কমিশনার বলেন, নির্বাচনের সময় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, পুলিশ, সেনাবাহিনী, আনসার ভিডিপি,RAB সদস্যরা দায়িত্ব পালন করেন।সিটিএসবি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি করেছেন। প্রশাসনের পক্ষ থেকে শতভাগ স্বচ্ছতার সাথে সব কার্যক্রম পরিচালিত হয়েছে। যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সঠিক পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পুলিশ কমিশনার এবং উপস্থিত অন্যান্য সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে একত্রে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনী, বিআরটিএ, ডিজিএফআই, সড়ক ও জনপথ বিভাগ, র্যাব-৯, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ, সিলেট বাস মালিক সমিতি, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতি, লেগুনা শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতি, সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সড়ক পরিবহন ইউনিয়ন এর সদস্যবৃন্দসহ কুমারগাঁও বাস টার্মিনাল শ্রমিক সভাপতি ও বর্তমান নির্বাচনের প্রধান কমিশনার।
এসএ/সিলেট