নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে স্মরণ সভা

দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তির কাছে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ হতে বাধ্য: অধ্যাপক ড. সাজেদুল করিম

post-title

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের সম্মানে বৃহস্পতিবার নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত স্মরণসভা ও জুলাই গণঅভ্যূত্থান ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সাজেদুল করিম বলেছেন, “ফ্যাসিবাদের পতন হলেও তার দোসররা এখনও আমাদের চারপাশে আত্মগোপনে থেকে ছদ্মনামে ও ছদ্মবেশে বিভিন্ন ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত।

তার সর্বশেষ প্রমাণ চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ড। তিনি এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ন্যায়বিচারের দাবি করে বলেন, দেশপ্রেমিক এই ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তির কাছে খুনি ফ্যাসিস্ট ও তার দুসরদের দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র দ্রæতই নস্যাৎ হবে, ইনশাআল্লাহ।”

কলেজ অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ। শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী মেহরিন হাসান স্নেহা, জান্নাতুল ফেরদৌস মিম এবং মারিয়া জান্নাত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিছ, সহকারী অধ্যাপক র.ম বাবর, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান লাকি বেগম, প্রভাষক হুমায়ুন কবির জুয়েল,  প্রভাষক নাসরিন আক্তার, প্রভাষক খালেদা সুলতানা, প্রভাষক তামান্না আফরিন, প্রভাষক সাবিনা ইয়াছমিন চৌধুরী, প্রভাষক ফাহমিদা ইয়াসমিন, প্রভাষক সুমনা আক্তার, প্রভাষক পাপিয়া ভট্টাচার্য, প্রভাষক মোবারক হোসেন, প্রদর্শক ফাহমিদা রশিদ, প্রভাষক ইমরান আহমদ,  প্রভাষক অপু দাস প্রমুখ।

অনুষ্ঠানের প্রারম্ভে জুলাই বিপ্লবের সকল শহিদ ও আহতদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রভাষক ইমান আলী ইমন। অনুষ্ঠানের ২য় পর্বে কলেজ ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিপ্লবী গান পরিবেশ করে লিমা, সাথী, শাম্মী, সাদিয়া, নাদিয়া, রুমি, নিপা, তাহেরা, রুকসানা প্রমুখ। কলেজ ছাত্রী বোশরা চৌধুরী ও তার দলের পরিবেশনায় মঞ্চস্থ নাটিকা 'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'  দর্শকদের মন জয় করে এক  আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।



এসএ/সিলেট