সিলেট-তামাবিল সড়কে ট্রাকের নিচে অটোরিকশা

post-title

মহানগরের মেজরটিলা এলাকায় সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন- দুজন নিহত হয়েছেন। তবে পুলিশ তথ্যটি নিশ্চিত করেনি।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেজরটিলা এলাকার চামেলিবাগে সড়কের পাশে দাঁড়ানো ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৯৭৯০) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ ১১-৩৯৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা বলছেন- হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খবর পেয়ে শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন- খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। এখনো বিস্তারিত জানা যায়নি।


এসএ/সিলেট