দক্ষিণ সুরমায় ট্রাকভর্তি ভারতীয় চিনির বড় চালান জব্দ

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ২০ লাখ টাকার চিনির চালানটি আটক করে মহানগর পুলিশ। এসময় এক চোরাকারবারী আটক হয়েছে। আটক সাহেল মোল্লা  সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত সোমবার ভোররাতে মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাক থেকে ৩৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২০ লাখ ৪ হাজার টাকা।

সাইফুল ইসলাম জানান, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 



 


এসএ/সিলেট