শাবি সমুদ্রবিজ্ঞান বিভাগের দুই...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘মেরিন স্পেস্যাল প্ল্যানিং ফর এডভান্সিং সাস্টেইনেবল ব্লু...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ২০২০ সালের ৮ জানুয়ারি তৃতীয় সমাবর্তন হয়েছিল।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন সভাপতিত্ব করার সম্মতি দিয়েছেন। এতে আনুষ্ঠিকভাবে সংবর্ধনা ও সনদপত্র পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা।
জনসংযোগ শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের ২৬ জানুয়ারি দুপুর ১২ টায় চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। আজ রোববার বঙ্গভবন থেকে এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে সমাবর্তনের নির্ধারিত তারিখ জানানো হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন বলেন, ২০১০-২০১১ শিক্ষাবর্ষ পর্যন্ত গ্রাজুয়েটরা তৃতীয় সমাবর্তনে সনদপত্র পেয়েছেন। চতুর্থ সমাবর্তনে ২০১১-১২ থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের সদ্য স্নাতকরা ও ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীরা সনদপত্র পাবেন।’ এরপর থেকে যাতে প্রতিবছরই সমাবর্তনের আয়োজন করা যায় তাই চতুর্থ সমাবর্তনের আটটি ব্যাচের গ্রাজুয়েটদেরকে একসঙ্গে আনুষ্ঠিকভাবে সনদপত্র দেওয়া হবে বলে জানান তিনি।
সমাবর্তনের ফি নির্ধারণ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সমাবর্তনের আয়োজক কমিটিসহ অন্যান্য কাজ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির পরপরই শুরু হবে বলে জানান সহউপাচার্য কবির হোসেন।
বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে গ্রাজুয়েটদেরকে অনলাইনে স্বাক্ষরিত ইলেক্ট্রনিক সনদপত্র (ই-সাইন) দেওয়ার।
গত ১০ মে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ই-সাইন সনদপত্রের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনে প্রান্ত অবস্থান করলেও এই সনদপত্র একাডেমিক কিংবা পেশাগত কাজে বারংবার ব্যবহার করতে পারবেন।
এসএ/সিলেট