দিরাইয়ে মাদ্রাসার টাকা নিয়ে সংঘর্ষ,...
সুনামগঞ্জের দিরাইয়ে রায়বাঙ্গালী আলিয়া মাদ্রাসার তহবিলের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।শনিবার (৭ সেপ্টেম্বর)...
সুনামগঞ্জের জগন্নাথপুর হাসপাতাল থেকে সেবা নিয়ে সিএনজি অটোরিকশা যোগে বাড়ী ফেরার পথে সুনামগঞ্জ থেকে ছুটে আসা একটি দ্রুতগামী বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন।
রোববার ( ৩০ জুন) বিকেলে জগন্নাথপুর - সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর খাশিলা এলাকার মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। এতে সিএনজি'টি নিমিষেই দুমড়েমুচড়ে গেলে ভেতরে থাকা ৪ যাত্রীর মধ্যে রেখা বেগম (৪০) নামে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হন। তিনি ছাতক উপজেলার ঝিগলী গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।
অপরদিকে, এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। গুরতর আহত অবস্থায় তাদেরকে জগন্নাথপুর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে চার জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন গ্রামের আয়জন বিবি, শফিক মিয়া, জাকির মিয়া ও রেনু বিবি।
স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ঐ ট্রাকটিকে আটক করা হয়েছে । জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসএ/সিলেট