বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
ছবি সংগৃহীত
সিলেট নগরের বন্যাকবলিত এলাকার পানিবন্দি মানুষের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানি বিতরন করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের নেতৃত্বে রোববার (২৩ জুন) দুপুরে চেম্বার নেতৃবৃন্দ নগরের ২৭ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ২৯ নং ওয়ার্ডের প্রগতি উচ্চ বিদ্যালয় ও ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
এ সময় সিলেট চেম্বারের সভাপতি বলেন, ‘পাহাড়ি ঢল আর বিরামহীন বৃষ্টিতে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে মানুষের আর্তনাদও বাড়ছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ বিরামহীনভাবে ছুটে চলছে। মানুষের ঘর বাড়ি, খেত খামার সব ভেসে গেছে। সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপশি সিলেট চেম্বার সাধ্যমত বানভাসিদের পাশে থাকার চেষ্টা করছে।’
পানিবন্দি এসব মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাবার, প্রয়োজনীয় উপকরণ ও ওষুধপত্র ইত্যাদি সুলভমূল্যে সরবরাহের জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডিয়াম ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। সেই সাথে সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ হতে বন্যা দুর্গত মানুষদের জন্য সহায়তা দিয়ে পুনর্বাসনের অনুরোধ জানান। এছাড়াও বন্যাকবলিত এলাকার জনগণের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক খন্দকার ইসরার আহমদ রকী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, শান্ত দেব, সায়েম আহমদ, মো. মাহদী সালেহীন, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সিলেট সিটি করপোরেশন ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সিলেট চেম্বারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
এসএ/সিলেট