নগরীর মানিকপীর টিলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

post-title

প্রতীকী ছবি

নগরের মানিকপীর (র.) মাজার এলাকা থেকে সাবিল আহমদ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৬ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মাজার সংলগ্ন একটি নির্জন গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিআইডির একটি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। নিহত যুবক নগরের ইলেকট্রিক সাপ্লাই সড়কের কাটাটিলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন শিপন বলেন, দুর্বৃত্তরা ওই যুবককে খুন করে ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে, সকাল থেকে দুপুরের মধ্যে যেকোনো সময় তাকে খুন করা হতে পারে। তার দেহে দু’টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে কী কারণে খুন করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্তে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের দুর্বৃত্তরা এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত যুবকের মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে সে ওই প্রতিষ্ঠানে কাজ করতো। ঘটনাস্থল থেকে পাঠাও কুরিয়ার কাজে ব্যবহার করা সাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে  সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ, পিপিএম গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহার প্রতিবেদন তৈরি করে মরদেহ  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে নিহত যুবক পাঠাও কুরিয়ারের কাজ করে। ঘটনাটি তদন্ত করছি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ’

এসএ/সিলেট