সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুর্ঘটনায় নিহত ২

post-title

প্রতীকী ছবি

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। তারা দুজন অটোরিকশার যাত্রী।  মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ঢ ১৮৫৪৩৬ ট্রাক) সিলেটের দিকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসার মৃত্যু ঘটে।

এ ঘটনায় দুজন আহত হয়েছেন। খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার সিলেট এমএজি ওসমনাী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাক ও অটোরিকশা পুুলিশের হেফাজতে রয়েছে। 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এসএ/সিলেট