Search all
  • Search all
  • Articles
  • Authors
  • Tags
Search all
  • Search all
  • Articles
  • Authors
  • Tags

রহস্যজনক আগুনে পুড়ল লন্ডন এক্সপ্রেসের ১৪ ভলভো বাস

post-title

ফাইল ছবি

রাজধানীর ডেমরায় লন্ডন এক্সপ্রেসের একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ওই গ্যারেজে থেমে থাকা দূর পাল্লার ১৪টি ভলভো লাক্সারিয়াস বাস পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে কয়েকটি বাসের সবকিছু পুড়ে গেছে।
সোমবার (১ এপ্রিল) দিনগত রাত ৯ টার দিকে কোনাপাড়া মিনি কক্সবাজার সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ হেড কোয়ার্টারের পাঁচটি ইউনিট এবং ২ হেভিকেল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুনের কোন সূত্রপাত খুঁজে পায়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা জোনের-৫ প্রধান এ কে এম শামসুজ্জোহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে গ্যারেজে থাকা ১৪টি বাস পুড়ে ছাই হয়ে যায়। তবে গ্যারেজে কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে আমরা বাসের মূল্য সম্পর্কে এখনো কিছু বলতে পারছি না।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, একটি সুনসান জায়গায় গ্যারেজ করা হয়েছে বলে সাধারণত এলাকাবাসীর নজরে বিষয়টি পড়েনি। খবর পেয়ে ডেমরা, যাত্রাবাড়ী থানা পুলিশ একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গ্যারেজে কোনো নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়নি।

SI/01/020424