কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর...
সিলেট জেলার কোম্পানীগঞ্জ শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট...
ছবি সংগৃহীত
সিলেট জেলার কোম্পানীগঞ্জ শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট বোমা মেশিন ব্যবহার করে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার খায়েরগাঁও এলাকার মো. বাছিরের ছেলে মো. মাহমুদুল, মো. ফসিউদ্দিন মিয়ার ছেলে মো. সাকিবুল হাসান, দক্ষিণ রাজনগর এলাকার মো. শামসুল হকের ছেলে মো. লালন, বাবুল নগর হাফিজ আশরাফ আলীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, চিকাডহর এলাকার ইকরাম আলীর ছেলে মো. ইয়াকুব আলী, জালিয়ারপার এলাকার আব্দুল খালিকের ছেলে মো. কামরুল, ধুপরীরপাড় খাগালীপাশা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল করিম, পাড়ুয়া মাঝপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. আবু বক্কর, মৃত মঙ্গল মিয়ার ছেলে মো. শফিক মিয়া, মঙ্গল মিয়ার ছেলে মো. রুহুল আমিন, দক্ষিণ কালিবাড়ি এলাকার ময়না মিয়ার ছেলে মোহাম্মদ কামরুজ্জামান, চিকাডহর এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ লাল মিয়া, পাড়ুয়া মাঝপাড়া এলাকার ধনাই মিয়ার ছেলে মো. আখতার মিয়া, পাড়ুয়া উজানপাড়া এলাকার মো. আবু বক্করের ছেলে মো. শরিফ উদ্দিন, মুহাম্মদ সুলতান উদ্দিন ও ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল মুতালিবের মো. আল আমীন হোসেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৯, তারিখ- ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ; ধারা- ৫ খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ তৎসহ দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯/৪৩১/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট