সিলেটের চাকসু মামুনসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

post-title

ছবি সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সিলেটের মামুনুর রশীদ (চাকসু মামুন) ও ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেক।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মামুনসহ বহিস্কৃত অন্যরা। তারা সকলেই জোটসঙ্গীদের জন্য বিএনপির ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে মামুন সিলেট-৫ আসনে প্রার্থী হয়েছেন । সোমবার মনোয়নপত্র জমাদানকালেই তিনি জানিয়েছিলেন, দল থেকে পদত্যাগ করে হলেও নির্বাচনে অংশ নেবেন।

এসএ/সিলেট