মানবিক ও অর্থনৈতিক দিক বিবেচনায়...
পাথর কোয়ারিসমূহ খুলে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও ডলারের অপচয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত।...
ছবি সংগৃহীত
সিলেট মহানগরের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে রাশেদ আহমদ (৩৬) নামে এক ভবঘুরে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরের ভিআইপি সড়ক সংলগ্ন মাদ্রাসা মাঠের পশ্চিমে প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তার পরিপূর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, গত ৬-৭ মাস ধরে ওই যুবক মাঠের পাশেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজি জামাল উদ্দিন বলেন, স্থানীয়দের পাওয়া খবরের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
এসএ/সিলেট