যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : চাকসু মামুন

post-title

আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, একমাত্র বিএনপির হাতেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। 
রবিবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার ২নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপির জনসভায় উপরোক্ত কথা গুলো বলেন। 
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে 
উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, মহানগর কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, কোষাধ্যক্ষ আবুল বাশার, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, ২ নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে মইন উদ্দিন মেম্বার, আজিজ, আজির উদ্দিন, ময়না মিয়া, মইনুল ইসলাম, আব্দর রহমান, নজরুল ইসলাম, রামিম আহমদ, শাহ আলম,দেলোয়ার,  আজাদ,  মুশাহিদ,হারুন আহমদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক