ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ...
সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট...
অলিপুরে অবৈধ দুই ব্যবসায়ী আটক
ছবি সংগৃহীত
অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে নিয়মিত চেকপোস্টে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৬,৬০০ কেজি জিরা জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন এস আই জহিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২.৩০ ঘটিকার সময় যশোর নিবন্ধিত একটি ট্রাক (নং ট-১১-৪১৮৯)কে থামানোর জন্য সিগনাল দেওয়া হয়। চেক করার সময় ট্রাকের সাদা ত্রিপল ওঠালে ‘K.S Gold Jeera’ লেখা বস্তা দেখা যায়। উপস্থিত সাক্ষীদের সামনে গাড়ির সমস্ত মালামাল যাচাই করার পর ভারত থেকে অবৈধভাবে আনা ২২০ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট ওজন দাঁড়ায় ৬,৬০০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ৩৯,৬০,০০০/- টাকা।
এই ঘটনায় ট্রাকের চালক মোঃ শাহাবুদ্দিন (পিতা: হাবিবুর রহমান, মাইজকান্দি, জকিগঞ্জ, সিলেট) এবং তার সহকারী মোঃ আকাশ (পিতা: দুলু মিয়া, সাধুরপাড়া, বকশিগঞ্জ, জামালপুর)কে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।
সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, “আমরা নিয়মিত অভিযান চালিয়ে দেশের সীমানা অতিক্রম করে আসা অবৈধ পণ্য আটক করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
টিএ/ছাতক