গোলাপগঞ্জে যুবদল কর্মী রনি হত্যায়...
সিলেটের গোলাপগঞ্জে ‘জসিম উদ্দিন রনি’ নামের এক যুবদল কর্মী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১১...
ছবি সংগৃহিত
সিলেটের কানাইঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান থেকে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা (প্রায় ৪ হাজার কেজি) আটক করেছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন বিশ্বনাথ উপজেলার হাওরাবাজার গ্রামের মৃত নাইম উদ্দিনের ছেলে মাসুম মিয়া (২৬)। তাকে চা-পাতাসহ আটক করে থানায় আনা হয়েছে। উদ্ধারকৃত চা-পাতার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
থানার সেকেন্ড অফিসার নুর হোসেন জানান, থানার এসআই শাহ আলমসহ পুলিশের একটি দল রাত ২টার দিকে চেকপোস্ট বসিয়ে ভারতীয় চা-পাতা বোঝাই কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, ঘটনাটি তদন্ত করে চোরাচালান সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
এসএ/সিলেট