বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
ছবি সংগৃহিত
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার বিকালে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটনের সভাপতিত্বে ও জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর জাগপা’র সহ সভাপতি পিয়ার হোসেন, জাগপা নেতা আজিজুর রহমান আজিজ, যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুন, জুনেদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ৭ দফা দাবি তুলে ধরে বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ।
সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংঘটিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ। আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি উপরোক্ত দাবিগুলো বাস্তবায়র করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর কাছে অনুরোধ জানান।
এসএ/সিলেট