সমৃদ্ধ সিলেট গড়তে আমি প্রতিশ্রুতি বদ্ধ : খন্দকার মুক্তাদির

post-title

ছবি সংগৃহিত

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমৃদ্ধ সিলেট গড়তে আমি প্রতিশ্রুতি বদ্ধ। দেশ ও সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন নারী উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিএনপি ক্ষমতায় এলে কাজ করে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিএনপি অতিতে যে ভাবে কাজ করছে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারের রহমানের নেতৃত্বে কাজ করবে। ক্ষুদ্র ঋণ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী-উদ্যোক্তাদের সহায়তা প্রদান সহ নানা বিধি পরিকল্পনা করে বিএনপি কাজ করবে।

তিনি রবিবার (১২ অক্টোবর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর যুবদলের সার্বিক তত্বাবধানে আয়োজিত বিভিন্ন শ্রেণী পেশার নারীদের সাথে নগরীর কাজলশাহস্থ একটি কমিনিউটি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের সভাপতিত্বে ও হ্যাপি জান্নাত পরিচালনায় বক্তব্য রাখেন সমতা আক্তার, রুমানা বেগম, সাবিনা আক্তার, পপি বেগম, তুহিনা আক্তার, শারমিন আক্তার, নাসিমা আক্তার, শিল্পী বেগম, দিনা আক্তার, লিমা বেগম প্রমুখ।

এসএ/সিলেট