মোগলাবাজার থেকে ৪ জুয়াড়ি আটক

post-title

ছবি সংগৃহিত

মহানগর পুলিশের মোগলাবাজার থেকে ৪জনকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাত পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজীগঞ্জ বাজার থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন, মোগলাবাজার থানার ভগতিপুর গ্রামের মৃত ইব্রাহীম বেগের ছেলে মো. জালু মিয়া, বীরমঙ্গল গ্রামের মৃত জফুর আলীর ছেলে শফিকুল মিয়া,কাজীরগাঁও গ্রামের মৃত মশাহিদ আলীর ছেলে সুনু মিয়া ও নোয়াগাঁ গ্রামের মৃত মাশুক মিয়ার ছেলে তুরন মিয়া।

মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, হাজীগঞ্জ বাজারের শফিকুল মিয়ার দোকান থেকে হাতেনাতে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে সবাইকে আদালেত সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট