আম্বরখানায় মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

post-title

ছবি সংগৃহিত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ জামায়াতের ৫ দফা দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ইতোমধ্যে এসব দাবিতে দেশের অন্যান্য রাজনৈতিক দলও যুগপৎ কর্মসূচী ঘোষণা করেছে। এরকম গণদাবি উপেক্ষা করে জাতীয় নির্বাচন আয়োজন জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পরিপন্থি। একটি দল ও তাদের সাথে থাকা ক্ষুদ্র কয়েকটি দল এসব দাবি উপেক্ষা যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে উঠে পড়ে লেগেছে। আমরাও ফেব্রুয়ারীতে নির্বাচনের পক্ষে। কিন্তু এর আগেই জাতি সংস্কার কার্যক্রমের দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায়। অন্তর্বর্তী সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ৫ দফা দাবীর গুরুত্ব উপলব্ধি করে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনৈতিক সুচনা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই দেশে ফের পেশী শক্তির প্রদর্শন শুরু হয়েছে। যা দেশে পুরনো ফ্যাসিবাদী কায়দায় নীল নকশার নির্বাচনের আয়োজনের ষড়যন্ত্র বলে প্রতীয়মান হচ্ছে। জাতির পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া আওয়ামী ফ্যাসিবাদী আমলের সংঘটিত সকল গণহত্যার বিচার দৃশ্যমান, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা ফের রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শুক্রবারের গণমিছিল কর্মসূচীকে সফলের লক্ষ্যে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট ও গণসংযোগকালে উপরোক্ত উপরোক্ত কথা বলেন।

উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জালালাবাদ থানা আমীর ক্বারী আলা উদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক প্রমূখ। এছাড়াও এসময় সিলেট মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক জনশক্তি অংশ নেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ- কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমআ সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

জামায়াতের পাঁচ দফা দাবি হলো:  ১. জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। ২. পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। ৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। ৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।


এসএ/সিলেট