৩১ দফার অঙ্গীকারে ছাতক...
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে ছাতক উপজেলায় সৃষ্টি হয়েছে জনস্রোত। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক...
ছাতকে ৪২ হাজার নাছির বিড়ি উদ্ধার
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে ভারতীয় তৈরি ৪২ হাজার ‘শেখ নাছির উদ্দিন বিড়ি’সহ এক ব্যক্তিকে আটক করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে সুরমা নদীর দক্ষিণ পাড়ে কলাহাটা চৌধুরী ঘাট এলাকা থেকে এসব বিড়ি জব্দ করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. এরশাদ আলী ও এএসআই (নি.) নাইমুন হাসান চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি বিড়িগুলো উদ্ধার করা হয়। জব্দ করা ৪২ হাজার বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকা।
এ ঘটনায় উপজেলার রহমতপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে নাছির উদ্দিন (২৮) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
এসএ/সিলেট