নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি।

দোয়ারাবাজারে জামায়াতে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন সালাম মাদানী

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন দল হতে জামায়াতে ইসলামীতে যোগদানকারী  ৫০ জন নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার পান্ডারগাঁও  ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাটানটুলা, সিলেটের প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন ,ছাতক উপজেলা জামায়াতের কর্মও শূরা পরিষদের সদস্য মাওলানা একে এম ফরিদ উদ্দিন।

এসময় পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন,  উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হক, জামায়াতে নেতা গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতামু জাহিদুল ইসলাম, আক্তার হোসেন, বেলাল হোসেন, মর্তুজ আলীসহ এলাকার কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট