বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, নেতাকর্মীকে সজাগ থাকতে হবে : মামুনুর রশীদ

post-title

ছবি সংগৃহিত

বিএনপির বিরুদ্ধে নানামুখী চক্রান্ত হচ্ছে, এজন্য দলের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, যুগযুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা, ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা চক্রান্ত করে আসছে। সেই চক্রান্ত এখনো থেমে নেই। ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্তের মোকাবিলা করতে হবে।

সোমবার বাদ আসর কানাইঘাট পৌরসভার ১ থেকে ৯ ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। বিএনপি সরকারের আমলেই জকিগঞ্জ ও কানাইঘাটে দৃশ্যমান উন্নয়ন হয়েছিল। এরপরে আর কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এখন হয়তো বা কেউ ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এজন্য বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।

স্থানীয় ইসলামিয়া কমিউনিটি সেন্টারে পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম রুকনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল বাশারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, আব্দুন নূর, জেলা কৃষকদলের সিনিয়র সদস্য মাহবুবুল আলম, পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা নজরুল ইসলাম, অ্যাডভোকেট নাসির উদ্দিন সাদিক, জাকারিয়া আহমদ, আবুল কালাম, ইসলাম উদ্দিন প্রমুখ।

এসএ/সিলেট