বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
ছবি সংগৃহিত
রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগের বিশিষ্ট লেখক, কবি ও বহু গ্রন্থের প্রণেতা শায়েখ তাজুল ইসলাম স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ও পরিচালনা করেন সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক ও লেখক আবুল কালাম আজাদ ছোটন ।মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কবি আবু সুফিয়ান চৌধুরী, মাওলানা আবুল হাসানাত চৌধুরী, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, হাজী ফারুক মিয়া, শেখ ফারুক আহমদ, শাহ এনায়েত করিম, আবুল বাশার, আলহাজ্ব বুলু মিয়া, মোহাম্মদ আক্তারুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন -শায়েখ তাজুল ইসলাম ছিলেন একজন শক্তিমান লেখক। তিনি প্রায় ৪০টি গ্রন্থ রচনা করেছেন। তাঁর কয়েকটি কাব্য গ্রন্থও প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তাঁর সর্বশেষ প্রকাশিত গ্রন্থ হলো ‘ নির্বাচিত প্রবন্ধমালা। তিনি বহুবার হজ্জ ও ওমরা পালন করেছেন। বক্তারা -মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সভায় শায়েখ তাজুল ইসলাম ও কবি আলিফ উদ্দিনসহ সকল মুর্দে গানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন বিশিষ্ট টিভি প্রেজেন্টার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
এসএ/সিলেট