বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
ছবি সংগৃহিত
নগরী থেকে ১০ জুয়াড়ি আটক হয়েছে। মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে এয়ারপোর্ট থানার দলদলি চা বাগানের ভিতর থেকে তাদের আটক করা হয়। বুধবার (১ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা।
তিনি জানান, মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার দলদলি চা বাগানের ভিতর থেকে তাদের জুয়া খেলা থেকে হাতেনাতে ধরা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাহপরাণ থানার উত্তর বালুচরের মালচত্তর এলাকার মৃত বকুল মিয়ার ছেলে রাজু আহমদ পাবেল, উত্তর বালুচর জোনাকী আবাসিক এলাকার মো. আলকাছ মিয়ার ছেলে মাসুদ আহমদ, উত্তর বালুচর এলাকার মৃত এলাম উদ্দিনের ছেলে মো. মঙ্গল মিয়া, বালুচর ২নং মসজিদ সংলগ্ন এলাকার মৃত মিরাজ মিয়ার ছেলে সোহেল নূর, উত্তর বালুচরের ইরশাদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন, একই এলাকার রুনু মিয়ার ছেলে পাপ্পু আহমদ, আব্দুল কাদেরের ছেলে বিল্লাল আহমদ, আব্দুল কাদিরের ছেলে আরশাদ আলী, রাজবাড়ী জেলার পাংশা থানার উলানগর গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহাব উদ্দিন, একই থানার ততিপুর গ্রামের আনসার আলী মন্ডলের ছেলে সৈকত ইসলাম।
তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে সবাইকে আদলতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
এসএ/সিলেট