ফেঞ্চুগঞ্জে বসতঘরে অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

post-title

ফাইল ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরানগাঁও গ্রামে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল তিন ভাইয়ের ১৭ কক্ষবিশিষ্ট বসতবাড়ি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত রাত ১২টার দিকে কোনার বাড়ি এলাকায় লাল মিয়া, ইউনূস মিয়া ও কাজল মিয়ার বসতঘরে এই ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১২টার দিকে হঠাৎ আগুন দেখতে পান বাড়ির লোকজন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাড়িগুলোতে বসবাসরত পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে সফল হননি। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু  আগুন একঘর থেকে আরেক ঘরে দ্রুত ছড়িয়ে যায়। পরে ফায়ারসার্ভিস ফেঞ্চুগঞ্জকে খবর দেওয়া হলে প্রায় সাড়ে ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নার গ্যাস থেকে আগুন লাগতে পারে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাড়িতে ব্যবহারযোগ্য অবশিষ্ট কিছু নেই। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩৫ লাখ টাকা বলে জানান তিনি।’

স্থানীয়রা জানান, তারা তিন ভাই ব্যবসায়ী ছিলেন। তাদের এতো বড় বাড়ি পুড়ে গেছে এখানে ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকার বেশি হবে।

এসএ/সিলেট