বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
ছবি সংগৃহিত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়ে বলেছেন, বাংলাদেশে যুগযুগ ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায়ীক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আমাদের সমাজে মিলন, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে বাংলাদেশে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ও উত্তর রনিখাই ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
তিনি সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা একে অপরের উৎসবে অংশ নেব, আনন্দ ভাগ করে নেব, দুঃখ-সঙ্কটে পাশে দাঁড়াব-এভাবেই প্রকৃত বাংলাদেশ গড়ে উঠবে। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গায় আমরা সবাই এক।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল কাদের, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন মেম্বার, যুব বিষয়ক সম্পাদক খোকন রঞ্জন দে, সহ মুক্তিযোদ্ধাবিষযক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী, ইছাখলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালাম, বিএনপি নেতা মাসুক আহমদ, বশির আহমদ, আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এমডি বায়েজিদ, সুহেল রানা, জেলা তাতী দল সদস্য নবী হোসেন, মোজাম্মেল হোসেন পাশা, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নান্টু রঞ্জন দে প্রমুখ।
এসএ/সিলেট