দোয়ারাবাজারে পূজামন্ডপ পরিদর্শন করলেন ডিআইজি

post-title

ছবি সংগৃহিত

‎হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা-অষ্টমীতে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সুনামগঞ্জ ও দোয়ারাবাজারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান।

‎মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর) বিকালে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন তিনি।

এসম উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) মো. আব্দুল কাদির, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জাহিদুল হক, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যরা।

এসএ/সিলেট