কোম্পানীগঞ্জে সনাতনধর্মালম্বীদের সাথে হাকিম চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

post-title

ছবি সংগৃহিত

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ‘এ দেশ সবার, আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে দেশ।

সকল ধর্ম-বর্ণের মানুষরা মিলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

বিএনপি সবসময় ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশে বাস করা সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনভর কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই এবং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরির্দন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচছা বিনিময় কালে উপরোক্ত কথা বলেন। তিনি সবাইকে দলের এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এসময় কোম্পানীগঞ্জ উপজেলা, উত্তর রনিখাই  এবং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী শওকত আলী বাবুল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক রমজান আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, সাধারণ সম্পদাক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাহান, দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আইন উল্যাহ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ও ইউনিয়ন সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক লাহিন আহমেদ রিহান প্রমুখ।

এসএ/সিলেট