সিলেটে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ

post-title

ছবি সংগৃহিত

সিলেটে একটি পিকআপ থেকে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শাহপরান (রহ,) থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে পিকআপটি আটক করা হয়।

পুলিশ জানায়, মুরাদপুর পয়েন্টে চেকপোষ্ট পরিচালনার সময় একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। পিকআপটি থামার সংকেত অমান্য করে দ্রুত কুশিঘাটের দিকে পালিয়ে যায়।

পরে পুলিশ ধাওয়া দিলে দুইজন পিকআপ থামিয়ে দ্রুত পালিয়ে যায়।  পরে পুলিশ তল্লাসী চালিয়ে ২০ বস্তায় ৭শ ৬০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেন এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট