বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
ছবি সংগৃহিত
দেশের মানুষের জীবনযাত্রার ধরণ হৃদরোগের অন্যতম ঝুকিপূর্ণ কারণ। হৃদরোগ থেকে বেচে থাকার জন্য আমাদের জীবন যাত্রার মান অবশ্যই পরিবর্তন করতে হবে। সব সময় চিন্তামুক্ত থাকা, কায়িক পরিশ্রম করা- যেমন আমরা যদি প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটতে পারি এছাড়াও হৃদরোগ থেকে বেঁচে থাকার জন্য সচেতনতা অত্যন্ত জরুরী।
হৃদরোগের লক্ষনসমূহ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের সবার জেনে রাখা উচিত। দেশের মানুষের জীবনযাত্রার ধরণ হৃদরোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত আলোচনা সভা ও গণমূখী সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারী এ কথা বলেন।
তিনি আরো বলেন, হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে, দেশে বর্তমানে উন্নত মানের চিকিৎসা হয়। হৃদরোগ থেকে মুক্ত থাকতে হৃদবান্ধব খাদ্যাভাস গড়ে তুলতে হবে এর কোন বিকল্প নেই। একই সঙ্গে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন।
তিনি আরো বলেন, কেবল ওষুধ নয় খাদ্যাভাসই পারে হৃদরোগ থেকে মুক্ত রাখতে। চিকিৎসকদের চিকিৎসা সেবার পাশাপাশি জনসাধারণকে রোগ সম্মন্ধে ধারনা দিতে হবে। বিশেষ করে হৃদরোগ যাতে না হয় সেই কারণগুলো তুলে ধরতে হবে। তিনি এই হাসপাতালের হৃদরোগ চিকিৎসার ভূয়সী প্রসংশা করেন।
ওইদিন র্যালী পরবর্তী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর এর সভাপতিত্বে পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় এবং হাফেজ আব্দুল বাছির কর্তৃক কোরআন তেলাওয়াতের পর বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভা ও গণমূখী সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন।
গণমূখী সেমিনারে ইস্কিমিক হার্ট ডিজিজ সম্পর্কে বক্তব্য রাখেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা তাজিন। উচ্চ রক্তচাপ সম্পর্কে বলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেব দুলাল দে পরাগ এবং হার্ট ফেইলিওর সম্পর্কে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহির মোহতাসিমা খানম।
বিশ্ব হার্ট দিবস’২০২৫ এর প্রতিপাদ্য বিষয় ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সহ সভাপতি অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির প্রেসিডেন্ট আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি। তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য ইউকে কমিটির পক্ষে এবং ইউকে প্রবাসীদের সহযোগিতার হাত সব সময় প্রসারিত থাকবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফার্মা সলিউশন এর ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট রাজিব বড়োয়া।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ সভাপতি জামিল আহমদ চৌধুরী, নবনির্বাচিত কোষাধ্যক্ষ আব্দুল মালিক জাকা, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, হাসপাতালের উপ পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী এবং সহকারী পরিচালক ডা. আলা উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর বলেন, একটা সময় হৃদরোগকে সাধারণত বয়স্ক মানুষের রোগ বলেই মনে করা হতো। কিন্তু আজকাল প্রায় সব বয়সী মানুষই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাই হৃদরোগের লক্ষণসমূহ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের সবারই জেনে রাখা উচিত।
তিনি আরও বলেন গবেষণায় দেখা যায়, পারিবারিক ইতিহাস ও জেনেটিক বৈশিষ্ট্যই হৃদরোগের ক্ষেত্রে প্রধান ও নিয়ন্ত্রণের অযোগ্য কারণ হিসেবে বিবেচিত হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, অসাবধানতার কারণেই মানুষ আজকাল হৃদরোগে আক্রান্ত হন বেশি।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সোমবার বিস্তারিত কর্মসূচি পালন করে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সুবিধাবঞ্চিত হৃদরোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এতে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম। দিনব্যাপী অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করেন ফার্মা সলিউশন, অপসোনিন ফার্মাসিউটিক্যাল এবং রেনেটা পিএলপি।
এসএ/সিলেট