বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে...
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ¦ এম এ মালিক বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা বিগত সময়ে দেশের কোটি কোটি টাকা বিদেশে...
ছবি সংগৃহিত
সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নানকে সংবর্ধণা দেয়া হয়েছে।
সোমবার বিকেলে ক্লাব ভবনে এ সংবর্ধণা সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি ও দৈনিক সংগ্রামের বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি শাহিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়াবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, বিশ্বনাথ সরকারী কলেজের ইংরেজী প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন।
ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দীন, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক এসপি সেবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যে এলাকায় গুনীজনকে সম্মান করা হয়না, সেই এলাকায় গুনীজন তৈরী হয় না। বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব ১৯৭১ সালের রণাঙ্গণের এই বীরসেনানীকে সংবর্ধণা দিয়ে সম্মানিত করেছে এর প্রশংসার দাবিদার গোটা বিশ্বনাথবাসী।
বক্তারা আরও বলেন, হলুদ সাংবাদিকতায় গোটা দেশ সয়লাব হয়ে গিয়েছে। মানুষের কল্যাণে সাংবাদিকদের যথাযথ সংবাদ পরিবেশন করার জন্য তারা বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের প্রতি আহবান জানান।
এসএ/সিলেট